বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে আলহাজ¦ বদিউজ্জামান বদু প্যানেলের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়া। শনিবার (০১ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত নয়ামাটি, উকিলপাড়া ও দেওভোগ মার্কেটে তিনি এ প্রচারণা চালান।
এসময় তিনি বলেন, হোসিয়ারী জগতের সকল ব্যবসায়ীদের আস্থা বদু ভাই। তিনি নির্বাচিত হলেও হোসিয়ারী শিল্পের উন্নয়ন হবেই। কারণ, তার মধ্যে আছে দক্ষতা, অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় কথা তিনি সব সময়ই হোসিয়ারী ব্যবসায়ীদের পাশে থেকেছেন এবং তাদের জন্য কাজ করার যে মন-মানুষিকতা, এটার তার মধ্যে প্রচুর পরিমানে রয়েছে। তাই হোসিয়ারী ব্যবসায়ী বিশেষ করে যারা ভোটার আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আগামী ৩ তারিখে বদু ভাইয়ের পুরো প্যানেলকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে কাজ করার সুযোগ করে দেবেন।
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনুর ইসলাম সুমন, জনী দেওয়ান, মোজাম্মেল, আল আমিন প্রমূখ।