বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সংস্কারের বাইরে নির্বাচন দিলে আবারও পেশিশক্তি ব্যবহার করা হবে: ফয়জুল করিম

মোঃ রাকিবুল হাসান / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি মাওলানা ফয়জুল করীম বলেছেন , ইসলাম, দেশ, মানবতার কল্যানে যারাই আমাদের সাথে যোগ করতে চায়। আমরা তাদের সাথেই ঐক্যবদ্ধ নির্বাচন করতে চাই। ঐক্যজোট হয়ে নির্বাচনের জন্য আলোচনা চলতেছে। আপনারাতো প্রতিনিয়তই দেখতেছেন, মিডিয়াতে আসতাছে। আমরা প্রতিদিন ইসলাম, দেশ, মানবতার কল্যানের জন্য সবার ধারে ধারে যাচ্ছি। সমস্ত দলের কাছে যাচ্ছি যেন তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা পাঠাগারের মিলনাতয়নে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও নগর সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই মুহূর্তে সংস্কারের বাহিরে যদি হটাৎ করে নির্বাচন দেয়। তাহলে আবারও পেশিশক্তি ব্যবহার করা হবে। টাকার ছড়াছড়ি হবে। আজকে যারা নির্বাচনের জন্য যারা বাড়াবাড়ি করতাছে তারাতো আশা বাদ দিয়ে রুমের মধ্যে আবদ্ধ হয়ে ছিল যে আবার ৫ বছর পরে যদি আল্লাহ বাঁচায় তাহলে নির্বাচনের কথা বলবো। কাজেই যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, নির্বাচন করার সুযোগ পেয়েছেন। কমপক্ষে তাদের শুকরিয়া আদায় করা উচিত।

তিনি বলেন , বিগত ফ্যাসিস্ট সরকারের যারা আমলা আছে তারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করছে। এখন এদের বিরুদ্ধে সরকারের উচিত কঠোর হওয়া। সরকার যদি শুধু একটি আইন করে তাহলে বিশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রন হয়ে যাবে। যেই এলাকায় অপরাধ ঘটবে সেই এলাকার এসপি,ওসিকে সাথে সাথে বরখাস্ত করে দিতে হবে। সরকারকে কঠোর হস্তে প্রশাসন চালাতে হবে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ জোবায়ের হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ মুহাম্মদ রবিউল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই