নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা কোলঘেঁষে গড়ে উঠেছে লঞ্চটার্মিনাল। এখান থেকে মুন্সীগঞ্জ, চাঁদপুর ও কুমিল্লার রামচন্দ্রপুরসহ বিভিন্ন জেলায় লঞ্চচলাচল করে। তাই দিনরাত বেশিরভাগ সময়ই ব্যস্ততা মুখোর থাকে এ লঞ্চটার্মিনালটি। তবে আরও একটি কারণেও এ লঞ্চটার্মিনালটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর তাহলো এ লঞ্চটার্মিনালটির বিশাল বারান্দাটি মূলত ছিন্নমূল, ভিক্ষুক ও ঠিকানাহীন মানুষের অস্থায়ী আবাসস্থল।
এসব ছিন্নমূল মানুষ বেশিরভাগ ক্ষেত্রে অনাহারে, অর্ধাহারে এখানে রাত্রী যাপন করে। সেই সব মানুষের দু:খ দুর্দশা ভাগ করে নিতে সুযোগ পেলেই তাদের মুখে খাবার তুলে দেন মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। রাষ্ট্রীয় দিবস ছাড়াও বিএনপির বেশিরভাগ কর্মসূচিতে এবং ধর্মীয় যে কোন দিবসে বিশেষ করে পবিত্র শবে বরাত, মাহে রমজান, ঈদ উল ফিতর ও ঈদ উল আযহার দিনও তিনি খাবারসহ বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হন ছিন্নমূল মানুষের কাছে।
এবারও তার কোন ব্যতিক্রম হয়নি। পবিত্র শবে বরাত উপলক্ষে সকল ব্যস্ততা ফেলে ছুটে গিয়েছেন ছিন্নমূলদের কাছে। তাদের মুখে খাবার তুলে দিয়ে হাসি ফুটিয়ে তোলেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বাদ আছর শহরের লঞ্চটার্মিনালে এ খাবার বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাবার বিতরণ পূবে মিঠু বলেন, সকল ধর্মেই বলা আছে অনাহারীর মুখে খাবার তুলে দেওয়া কিংবা তাদের মুখে হাসি ফোটানো অত্যান্ত মহৎ কাজ। এ কাজে সৃষ্টিকর্তা খুশি হন। সুতরাং আমাদেরও একই উদ্দেশ্য। আমরা তাদের মুখে হাসি ফোটানোর মধ্যদিয়ে সৃষ্টিকর্তাকে খুশি করতে চাই।
তিনি বলেন, বর্তমানে আমরা সবাই নিজেদের নিয়ে খুব বেশি ব্যস্ত। আমাদের আশে পাশে যে অনেক মানুষ অনাহারে দিনযাপন করছেন, এটা আমরা দেখেও দেখিনা। আসলে এটা ঠিক না। যেহেতু আমরা একই সমাজে বসবাস করি, তাদের প্রতি একটু খেয়াল রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আমরা সবাই যদি তাদের পাশে দাঁড়াই আসলে সমাজটা এমন থাকবে না। তাই সমাজের সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে বিত্তবানদের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আমরা যে যার স্বাধ্যমত তাদের পাশে দাঁড়াই।
তিনি আরও বলেন, আপনারা জানেন আমার নেতা জাকির খান যেখানেই থাকুন না কেন তিনি কখনো এসমস্ত ছিন্নমূল মানুষদের কথা ভুলে যান না। প্রতিবছর বিভিন্ন দিবসে তিনি আমাকে দিয়ে আপনাদের কাছে খাবার পাঠান। তাই আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যে দ্রুত কারামুক্তি হয়ে ফিরে এসে আপনাদের পাশে দাঁড়াতে পারে।
এর আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাকির খানের সুস্বাস্থ্য এবং তার কারামুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
বন্দর ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হাসান খোকনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দল নেতা আসাদুজ্জামান সানি, বন্দর থানা মৎস্যজীবী দল নেতা মোঃ ফয়সাল, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, শ্রমিক দল নেতা মনির হোসেন, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দল নেতা মোঃ আজীম, চান মিয়া, শ্রমিক দল নেতা সুমন, মোঃ আলী,আমিন, মামুন ও জামাল প্রমূখ।