ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালন করেছে তিতাস। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারাত ফাতেহা তাকলিমা এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে শহরের বঙ্গবন্ধু সড়কের (গলাচিপা) পাশে হোয়াইট হাউজ রেস্টুরেন্টে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় রেস্টুরেন্ট মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, এ রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ পূর্বেও বিচ্ছিন্ন করা হয়েছিলো।
এদিকে সিদ্ধিরগঞ্জে মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি এলাকার সোনালী টাওয়ার নামের ১০ তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের অবৈধ গ্যাস লাইনের উৎস পয়েন্ট কিলিং করা হয়। ভবনটিতে মোট ৩৬টি ডাবল চুলা অবৈধভাবে ব্যবহৃত হচ্ছিল। এসময় মালিকপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এর আগে ফতুল্লার মাসদাইর প্যানডামিক ফ্যাশনে অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমান আদালত। তবে গ্যাস ব্যবহারের কোন আলামত পাওয়া যায় নাই।
অভিযানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান, ভিজিলান্স বিভাগ নারায়ণগঞ্জের ডিজিএম প্রকৌশলী মোঃ শাহিদুর রহমান, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।