নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার সড়ক অবরোধ করে ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শত শত গার্মেন্ট শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের চাষাঢ়া গোলচত্তর এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অবরোধ চলে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কিছুদিন পূর্বে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে কারণে আমাদের শ্রমিকদের নামে মামলা হয়েছে। শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে। সন্ত্রাসীদের দিয়ে আমাদের হয়রানি করেছে। এখন শ্রমিকদের বেতন না দিয়ে গার্মেন্ট বন্ধ করে দিয়েছে।
শ্রমিকদের দাবি, কারখানা খুলে দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করে পুলিশ হয়রানি বন্ধ করতে হবে, সন্ত্রাসী দ্বারা ভয় ভীতি দেখানো বন্ধ করতে হবে
নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি এম এ শাহীন বলেন, ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের প্রায় দুই শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনও দেয়নি। শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলেই তাদের চাকরিচ্যুত করা হয়। ২৭ জন শ্রমিকের নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছে। আজ হঠাৎ গার্মেন্টস বন্ধ করে দিয়েছে। যার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ইউরোটেক্স গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় মালিকপক্ষ ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।