মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তাহ্ ব্যাপি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে দেওভোগের সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠন ‘সন্ধি। এসব ক্রীড়া প্রতিযোগীতার মধ্যে চিত্রাংকন , দাবা ও লুডু প্রতিযোগীতা ছিলো অন্যতম।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় পশ্চিম দেওভোগ কৃষ্ণচূড়ার মোড় এলাকায় উৎসব মুখোর পরিবেশে সেই ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশরেন সাবেক প্যানেল মেয়র আসফানা আফরোজ বিভা (বিভা হাসান), বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির উপদেষ্টা বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক দুলাল মুল্লিক এবং মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, শুদ্ধ চারুচর্চার প্রধান সম্পাদক প্রিয়া সাহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ওইদিন যদি তারা ভাষার জন্য আন্দোলন না করতো তাহলে আজকে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না।
তিনি বলেন, পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করেছে, শহীদ হয়েছে। পৃথিবীতে আর কোন দেশের মানুষ ভাষার জন্য যুদ্ধ করেনি। এজন্য আমরা আমাদের ভাষার জন্য গর্ব করি। আজ সেদিন ভাষার দিন অমর একুশে ফেব্রুয়ারী। তাই আমি আবারও সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর এমন মহান দিনে যারা এই ছোট ছোট শিশুদের নিয়ে চিত্রাঙ্গণসহ নানা ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করেছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।
বিভা হাসান আরও বলেন, আজকে আমি দেখলাম এই ছোট ছোট বাচ্চারা কিভাবে তাদের চিত্রের মাধ্যমে একুশের চেতনাকে তোলে ধরেছেন। এভাবেই প্রতিটি শিশুর মাঝে ছড়িয়ে যাক্ একুশের চেতনা, এ কামনা করি।
আরও পড়ুন>> ঈদে হাজার মানুষের মুখে হাসি ফোটালো সন্ধি
সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি মো: নূর উদ্দিন সাগর বলেন, এই যে আমাদের মুক্তিযুদ্ধ। এ যুদ্ধই কিন্তু শুরু হয়েছিলো ভাষা আন্দোলনের মধ্যদিয়ে। জাতি ভাষা আন্দোলনের চেতনাতেই উজ্জীবিত হয়ে মহান মুক্তিযুদ্ধে তারা অংশ নিয়েছিলো। আমরা সেই চেতনাকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে চাই। সেই লক্ষেই এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা যদি ভাষা আন্দোলনের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে পারি, সেটাই হবে আমাদের স্বার্থকতা। আমরা এ জন্য আপনাদের সকলের সহযোগীতা কামনা করি।
বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে মহান ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং ভাষা সৈনিকদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সংগঠনটির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন সকালে শহরে প্রভাত ফেরী শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পন করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি মো: নূর উদ্দিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ হোসেন পলাশ, সিনিয়র সহ সভাপতি মমিনুল ইসলাম, সহ সভাপতি মো: সালাউদ্দিন, সুমন রায়, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অভি, সহ সাংগঠনিক সম্পাদক অনিক কুমার দাস, কোষাধ্যক্ষ শংকর দাস, ক্রীড়া সম্পাদক অভি চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক নয়ন হাওলাদার, প্রচার সম্পাদক টুটুল চন্দ্র শীল, সাংস্কৃতিক সম্পাদক মো: রোহান, কার্যকরী সদস্য মো: কালাম, মাসুদুর রহমান প্রমূখ।