মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে বন্দর শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পন করে এ শ্রদ্ধা নিবেদন করেন মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু।
এর আগে ভাষা শহীদদের স্মরণে বন্দর খেয়াঘাট হতে মিঠুর নেতৃত্বে একটি প্রভাত ফেরী বের করা হয়। পরে তা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় তারা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ গানটি গেয়ে গভীর শ্রদ্ধার সাথে ভাষা শহীদের স্মরণ করেন। পরে তারা শহীদ মিনারে পূষ্পার্র্ঘ্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনও করেন তারা।
পরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন, মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। তিনি বলেন, ১৯৫২ সালে ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বাররা আত্মত্যাগ করেছেন, ৭১ এ লাখো শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকা, নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আর চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আর নতুন দেশের নতুন এ স্বাধীনতাকে ধরে রাখতে নির্বাচনের কোন বিকল্প নাই। কারণ, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা বহুকঠিন। ওই পরাজিত শক্তিরা কিন্তু পুরোপুরিভাবে নির্মূল হয়ে যান নি। তারা একের পর এক সুযোগ খোঁজছে অর্জিত এ স্বাধীনতাকে হরণ করার জন্য। তাই যত দিন না এদেশে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা হয়, ততদিন আমাদের এ স্বাধীনতা অনেকটা হুমকির মধ্যেই থাকবে বলে আমি মনে করি।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা মো: রিপন, বন্দর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব মাস্তান আলী, সদস্য সাদ্দাম, ফয়সাল, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক মো: রুবেল, সুমন, মনির, মমতাজ, জাবেদ, শহীদ, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো: আলী, সিনিয়র সহ সভাপতি মো: জাকির, সদস্য চান মিয়া প্রমূখ।