মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের প্রভাত ফেরীতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত পৌণে ১২টায় শহরের ১নং সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
এসময় শত শত নেতাকর্মীরা ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাকির খানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাদের এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। পরে মিছিল বেশ সড়ক প্রদক্ষিণ করে শহরের ২নং রেলগেটস্থ মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মো: শাহীন, কালু, লিটন, বাবুল, সুমন, রুবেল, ফয়সাল, তৌসিফ শাওন, সুমন, সেলিম, সাইফুল, সাগর, অপূর্ব, শিপন, রাসেল, শাকিল, আলী প্রমূখ।