বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুকে সংবর্ধণা দিয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা ও মহানগর শাখা। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের ১নং রেলগেটস্থ শীতলা মন্দিরে তাকে এ সংবর্ধণা দেয়া হয়।
এসময় মিঠুকে একে একে ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। পরে এক প্রতিক্রিয়ায় মিঠু বলেন, প্রথমে আমি আমার ঈশ^রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, সকল প্রশংসা একমাত্র তার। তিনি দয়া করেছেন বলেই আজ আমি এ পদে অধিষ্ঠ হতে পেরেছি। এছাড়া যারা আমাকে এ পদে অধিষ্ঠ করেছে তাদের সবাইকে এবং জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দদের প্রতিও আমি কৃতজ্ঞা প্রকাশ করছি। আমি বলতে চাই, আজ যে দায়িত্ব আমাকে দেয়া হলো আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। আমি এ জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।
তিনি বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। বহু ত্যাগ তিতিক্ষা আর রক্তের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ রচিত হয়েছে। সেই বাংলাদেশে পরাজিত ফ্যাসিস্টরা চাইবে ষড়যন্ত্রের মাধ্যমে সেই অর্জন নষ্ট করে দিতে এবং আমরা দেখেছি গণঅভ্যুত্থান পরবর্তি সময়গুলোতে তারা একের পর এক ষড়যন্ত্র করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। হিন্দু সম্প্রদায়ের ওপর একের পর এক হামলা ও নির্যাতন আমি তারই অংশ হিসেবে মনে করছি। তাই এ সময়ে আমাদের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলোকে ঐক্য থাকতে হবে। আমরা যদি ঐক্য থাকতে পারি তাহলে কোন অপশক্তিই আমাদের সামনে টিকে থাকতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, সাধারণ সম্পাদক ও এনএএন টিভির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা, সিনিয়র সহ সভাপতি প্রদীপ পাল, অর্থ বিষয়ক সম্পাদক স্মৃতি পাল, মহানগর শাখার সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, অর্থ বিষয়ক সম্পাদক মানিক দাস, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নয়ন সাহা, সত্যজিত পাল সাধু, ভোলানাথ সাহা, বিজয়, সুমন কর্মকার, পলাশ বীর, সঞ্চয় কুমার সাহা, আকাশ ঘোষ প্রমূখ।