নারায়ণগঞ্জ জেলা বিএনপির মহাসমাবেশে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়া। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে শহরের মেট্রোহল সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস।
এদিকে এ সমাবেশকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক তুখোড় ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া। এদিন সকাল থেকে জিয়ার মিছিলে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন পাড়া মহল্লা থেকে শত শত নেতাকর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের ডিআইটিস্থ গুলশান সিনেমা হলের সামনে এসে জড়ো হয়। পরে সেখান থেকে জিয়ার নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। মিছিলে দলীয় পতাকা ও জাতীয় পতাকার পাশাপাশি রঙ বেরঙের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীদের বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। পরে মিছিলটি সভামঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার গাজী, শাহিনুর ইসলাম সুমন, মো: মোজাম্মেল ও মো: আলীসহ হাজার হাজার নেতাকর্মী।