নারায়ণগঞ্জের বৃহত্তর তল্লা ও খানপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত আলহাজ্ব আলীনূরের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় কিল্লারপুল শাহী মসজিদ প্রাঙ্গণে ১১ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুলের সভাপতিত্বে বদরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মডেল গ্রুপের জিএম (ডেভেলপমেন্ট) মনির হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাবেক জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ঈসহাক উদ্দিন, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সাজেদা খাতুন মিতা, জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা আক্তার, মহানগর কৃষক দলের সদস্য লিপি খন্দকার প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, “মরহুম আলহাজ্ব আলীনূর একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমাদের এলাকার উন্নয়নের স্বপ্ন দেখতেন, তার যোগ্য সন্তান মাসুদুজ্জামান সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। সমাজের মুরব্বিরা যদি কোনো পরামর্শ দেন, আমরা তা গ্রহণ করে আরও ভালোভাবে এগিয়ে যেতে চাই।”
স্মরণসভা শেষে এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বক্তারা মরহুম আলহাজ্ব আলীনূরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।