রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

প্রয়াত সমাজসেবক আলহাজ্ব আলীনূরের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিটি নিউজ / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের বৃহত্তর তল্লা ও খানপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত আলহাজ্ব আলীনূরের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় কিল্লারপুল শাহী মসজিদ প্রাঙ্গণে ১১ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুলের সভাপতিত্বে বদরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মডেল গ্রুপের জিএম (ডেভেলপমেন্ট) মনির হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাবেক জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ঈসহাক উদ্দিন, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সাজেদা খাতুন মিতা, জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা আক্তার, মহানগর কৃষক দলের সদস্য লিপি খন্দকার প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, “মরহুম আলহাজ্ব আলীনূর একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমাদের এলাকার উন্নয়নের স্বপ্ন দেখতেন, তার যোগ্য সন্তান মাসুদুজ্জামান সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। সমাজের মুরব্বিরা যদি কোনো পরামর্শ দেন, আমরা তা গ্রহণ করে আরও ভালোভাবে এগিয়ে যেতে চাই।”

স্মরণসভা শেষে এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বক্তারা মরহুম আলহাজ্ব আলীনূরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই