শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে জাকির খানের পক্ষে মিঠুর বিশুদ্ধ পানি বিতরণ

সিটি নিউজ / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

চলছে এসএসসি পরীক্ষা এবং সই সাথে তীব্র তাপদাহে চলছে অস্থিরতা। পরীক্ষার টেনশনের পাশাপাশি এ অস্থিরতা বাড়তি চাপ এনে দিয়েছে পরীক্ষার্থীদের মাঝে। তাই তীব্র এ তাপদাহ থেকে স্বস্তি দিতে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেছেন মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বন্দরের বিএম হাইস্কুলের সামনে প্রায় সহস্রাধীক পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ বোতলজাত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন তিনি। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে তিনি এ বিশুদ্ধ পানি বিতরণ করেন।

দুপুরে বন্দর থানা ও ২২ এবং ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সহযোগীতায় এ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান সামনে দাড়িয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকদের হাতে হাতে এ বিশুদ্ধ পানি তুলে দেন তারা। এসময় তারা জাকির খানের জন্য দোয়া কামনাও করেন।

বিশুদ্ধ পানি বিতরণ শেষে মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, আপনারা জানেন ইতোমধ্যেই আমাদের নেতা জাকির খান কারামুক্ত হয়েছে। তিনি কারামুক্ত হয়েই কিন্তু বসে থাকেন নি। আমাদের মাধ্যমে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে সেইসব পরীক্ষার্থীদের কোন সমস্যা হচ্ছে কি না খোঁজ খবর নিয়েছেন। পরে তিনি দেখলেন, তীব্র তাপদাহ পরীক্ষাদের জন্য একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাথে তিনি আমাকে কল দিয়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন। আজ তার নির্দেশ মোতাবেক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি তোলে দিচ্ছি আমরা।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসলে বিগত সময়ে আমার নেতা জাকির খান বিশেষ করে আমাকে দিয়ে যে মানবিক কাজগুলো করিয়েছেন, এতে আমার এ কাজের প্রতি একটা নেশা ঢুকে গেছে। মানুষ দুর্ভোগ দুর্দশা দেখলে নেতার মত আমিও বসে থাকতে পারি না। তাই সব সময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।

মিঠু আরও বলেন, জাকির খান শুধুমাত্র একজন রাজনৈতিক নেতাই নয় তিনি একজন জনদরদি নেতাও বটে। এ জন্য মানুষ তাকে এতবেশি ভালোবাসে। তার মত মানুষ জনপ্রতিনিধি হলে সমাজ ও দেশের উন্নয়ন হবে। তাই আমরা এ নেতাকে আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা পিয়ার আলী, আমান ভূঁইয়া, বন্দর থানা মৎস্যজীবী দল নেতা মো: ফয়সাল, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক মো: রুবেল, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মো: আলী, সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, ২২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: সাঈদ, ওয়ার্ড মৎস্যজীবী দল নেতা মো: মনির, মহিউদ্দিন, মমতাজ, মামুন, মো: আরিফ হোসেন প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই