সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। সোমবার (২১ এপ্রিল) বিকালে পশ্চিম দেওভোগস্থ জাকির খানের নিজ বাসায় গিয়ে এ সাক্ষাত করেন তিনি।
এসময় কুশল বিনিময় করেন তারা। পরে জাকির খানকে মিঠুর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জাকির খানকে একটি ফুলের মালা পড়াতে গেলে উল্টো মিঠুকেই সেই মালা পড়িয়ে দেন জাকির খান। এসময় মিঠু অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
ফুলেল শুভেচ্ছা শেষে মিঠু সাংবাদিকদের বলেন, ভাইয়ের (জাকির খান) কাজ থেকে আজ আমি সর্বশ্রেষ্ঠটা পেয়েছি। তার ভালোবাসায় আমি মুগ্ধ। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে তার এ ভালোবাসা আমাদের অনুপ্রেরণার উৎস যোগাবে।
তিনি আরও বলেন, আমার নেতা জাকির খান যে একজন কর্মীবান্ধব নেতা আজ তারই প্রমাণ পেয়েছি। কর্মীদের কিভাবে ভালোবাসতে হয়, তিনি আজ আমাদের শিখালেন। তার এ ভালোবাসার কথা আমরা কখনোই ভুলবো না।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দলের নেতা মোঃ রিপন, মোঃ জলিল, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাস্তান আলী, সদস্য সাদ্দাম, মোঃ বায়েজিদ, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইমরান খান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন, জাভেদ, মনির, সুমন,মহিউদ্দিন, ইমাম, ইমরান পাঠান, কাজী সৈকতে, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, পূজা উদযাপন ফ্রন্টের নেতা নিতাই দত্ত প্রমূখ।